শেখ রাসেল। কেবল একটি নাম নয়, একটি প্রতিবাদও। শিশু হত্যা বা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। রাসেলরও ছিল দুরন্ত এক শৈশব। সেই শৈশবে রয়েছে অসংখ্য ঘটনা। এসব ঘটনা যেমন বৈচিত্রময়, তেমনি চমকপ্রদ। হাসি-কান্না, আনন্দ-বেদনা, শিশুসুলভ কৌতূহল, বুদ্ধির ঝলক, ব্যক্তিত্ব-কী নেই রাসেলের ছোট্ট জীবনটায়! তেমনি কিছু ঘটনা নিয়ে লেখা ‘শেখ রাসেলের গল্প’।