ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ ফজলুল হক মনি।
কীভাবে রাজনীতিতে এলেন শেখ ফজলুল হক মনি?
জহরত চিনতে তো খাঁটি জহুরির ভুল হবার কথা নয়, জাতির পিতাও সে ভুল করেননি। বঙ্গবন্ধুর মেজ বোন শেখ আছিয়া বেগম স্বামীর চাকরিসূত্রে কলকাতায় থাকতেন। বঙ্গবন্ধু কলকাতায় থাকা কালীন সময়ে অধিকাংশ সময় এই বোনের বাড়িতে থাকতেন। সেই সূত্রেই শেখ মনির মেধা ও মননের সাথে পরিচয় ঘটে বঙ্গবন্ধুর। একদিন তিনি আছিয়া বেগমকে বললেন-
“বুঁজি তোমার মনিকে আমারে দাও, ও রাজনীতি করুক।”
আছিয়া বেগমও আপত্তি করেননি। যে ছেলেটি লিখতেন কবিতা, ছোটগল্প তার হাতে ১৯৬০ এলো দক্ষিণ এশিয়ার সবচে’ বড় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব। পর পর দু’মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের। ছাত্রদের মননে রোপন করেছিলেন স্বাধীনতার স্বপ্ন, যা তিনি দেখেছিলেন পিতা মুজিবের চোখে।