সুয়োরানী আর দুয়োরানী। রাজার দুই রানী। সুয়োরানীর ছেলে মেয় নেই, ওদিয়ে দুয়োরানীর দুই ছেলে, শীত আর বসন্ত। তাদের নিয়ে রাজার আদর সোহাগ দেখে হিংসা করে সুয়োরানী। দিন দিন হিংসায় জ্বলে পুড়ে মরতে মরতে একদিন ষড়যন্ত্র করে দুয়োরানীকে যাদু দিয়ে বানিয়ে দেয় এক টিয়া আর তার দুই ছেলে শীত আর বসন্তের নামে রাজার কাছে মিথ্যা নালিশ করে। রাজা তাদের পাঠায় বনবাসে। এরপর? এরপর কী তা আসলে সবার ই জানা। বাংলার সেই চিরায়ত রূপকথা দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের ঠাকুরমা'র ঝুলি থেকে ঢাকা কমিক্স ক্রমান্বয়ে প্রকাশ করছে এ যুগের রঙিন সব ড্রয়িং এ কমিকস। এর আগে নীলকমল আর লালকমল কমিকস্টির ব্যাপক জনপ্রিয়তা থেকে উদ্বুদ্ধ হয়ে এবারে রূপকথা সিরিজের পরের বইটি তুলে দিচ্ছি সব বাবা মায়ের হাতে। ছোটদের সেই রূপকথার আশ্চর্য জগতের সাথে পরিচয় করিয়ে দিতে।