শয়তানের চক্রান্ত
কোরআনের ভাষ্য মতে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে সব সময় চাই নানান রকমের চক্রান্তের ফাঁদ পেতে আল্লাহর বান্দাদের গোমরাহ করতে। সেজন্যই শয়তানের চক্রান্ত সম্পর্কে হুশিয়ার থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। কেয়ামতের আগে যে শাস্তি নেমে আসবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু. থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আমাদের মাঝে ধ্বংস, পাথরবৃষ্টি এবং বিকৃতকরণ শাস্তি আসবে।সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, কবে এই আযাব আসবে? তিনি বলেন, যখন বাদ্যযন্ত্রের অধিক প্রসার হবে, নর্তকীদের বিস্তার ঘটবে, আর লোকেরা মদ পান করবে। আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু শয়তান শয়তান এর ব্যাপারে বিশেষত এর চক্রান্তের ব্যাপারে বাংলা ভাষায় বিস্তারিত কিতাব না থাকায় শয়তান যে আসলে সারাক্ষণ আমাদের ধ্বংস করার জন্য চেষ্টারত এবং আসলেই যে তার অস্তিত্ব আছে এই বিষয়টা বুঝে আসেনা। তাই আমি বলব যে শয়তানের অস্তিত্ব সম্পর্কে জানা উচিত সম্পর্কে জানা উচিত। সয়তান আমাদের ধ্বংসের কোন দিকে নিয়ে যাচ্ছে তা আমাদের বোঝা উচিত। আর তার সঠিক আমল করা উচিত এবং তা থেকে বাঁচার উপায় খোঁজা উচিত। এই জন্য আমি বলব সয়তানের চক্রান্ত বোঝার জন্য হলেও আমাদের এই বইটা পড়া উচিত।কারণ লেখক এখানে খুব সুন্দর করে সয়তানের চক্রান্ত টা তার লেখার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তাই বইটা সকলের পড়া দরকার।