প্রথমেই পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। দুইজন সাহিত্যে দিকপাল মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের লেখা থেকে দুটি নাটক লেখার প্রয়াসের জন্য। কাজী নজরুল ইসলামের রাক্ষুসী’ এবং কবিগুরুর ছােটগল্প শাস্তি’র নাট্যরূপ। ইতিমধ্যেই এই দুটি নাটক পৃথিবীর নানা মঞ্চে অভিনীত হয়ে সুনাম কুড়িয়েছে। শিল্পীরা ঠিকমতাে পরিবেশন করলে জনপ্রিয় হবেই। বহুদশক আগে এই দুই সাহিত্যের মহারথী এই দুটি কালজয়ী গল্প রচনা করেছেন। এতবছর পরেও সেগুলি চিরসত্য ঘরের মেয়েদের নির্যাতন ও অবহেলার যে করুণ সুর তাঁরা চিত্রিত করেছেন, তা আজও সমাজে প্রবাহিত। পুরুষ শাসিত সমাজ কবে মেয়েদের, মায়েদের বােনেদের সম্মান করবেন? তাদেরকে পুরুষের সমান অধিকার দেবেন? কন্যা-রূপে বা মা-রূপে ভালােবাসবেন? তথাকথিত সভ্যসমাজের এ এক কলঙ্কময় অধ্যায়। সত্যি দুর্ভাগ্যজনক। মেয়েদের লাঞ্ছনার প্রতিচ্ছবি এই দুটি নাটক। আশা করি, পুরুষরা এ থেকে শিক্ষা নিয়ে মেয়েদের সমান অধিকার দেবেন এবং স্ত্রীদের সসম্মানে সংসারে তথা সমাজে স্থান দেবেন। আমার বিনীত অনুরােধ, স্ত্রীদের পণ্য না করে পুরুষের সমান অধিকার নিয়ে সুস্থ সমাজের সূচনা হােক। এতে এই দুই মহান সাহিত্যিকের আবেদন ও ইচ্ছা পূর্ণতা লাভ করবে।
ডাঃ রণজিৎ সেন
প্রফেসর কর্নেল ডাঃ রণজিৎ সেন একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন মেডিক্যাল কলেজে শিক্ষকতা ছাড়াও বিদেশে বিশেষ করে ইংল্যান্ড, নেদারল্যান্ড ও জার্মানিতে দীর্ঘদিনের শিক্ষকতায় অভিজ্ঞ। তাছাড়া। ফরেনসিক বা অপরাধ বিজ্ঞানে বিশেষজ্ঞ হিসেবে ভারত সরকারের নানা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও পরামর্শদাতারূপেও বহু বছর নিযুক্ত ছিলেন। বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেছেন গবেষণাতেও দীর্ঘ অভিজ্ঞতা। ১৬টি ডাক্তারি বই ও দুটি ফরেনসিক বই পৃথিবীর খ্যাতনামা প্রকাশক দ্বারা সারা পৃথিবীতে পাঠ্য। তাছাড়া সাহিত্য সম্বন্ধীয় ৫টি বই সর্বজনপ্রিয়। ৪০০টিরও বেশি নানা বিষয়ে প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় সমাদৃত হয়েছে। তাছাড়া ৪৭টি ক্যান্সার গবেষণাপত্রও প্রধানত বিদেশী খ্যাতনামা জার্নালে উচপ্রশংসিত। বর্তমানে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে আসীন উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় রাজ্যপালের প্রতিনিধি হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসীন। তাছাড়া, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ােগ-সংস্থা, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, এমপ্লয়িস স্টেট ইনস্যুরেন্স, ইনফরমেশন এন্ড কালচার বিভাগে অধিষ্ঠিত। শুধু তাই নয়, ১৮টি আন্তর্জাতিক মেডিক্যাল সম্মেলনে, ৩৭টি জাতীয় বিজ্ঞান সম্মেলনে তার গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।