শরীয়তপুর একটি প্রাচীন জনপদ। এই জনপদ গাঙ্গেয় ব-দ্বীপীয় অঞ্চলের মূল ভুখণ্ডের একটি গৌরবময় অংশ। গঙ্গার স্রোতপ্রবাহে পদ্মা, মেঘনা, আড়িয়ালখাঁসহ অন্যান্য জলপ্রবাহে সৃষ্ট খিষ্ট্রীয় চতুর্থ শতকের শেষের দিকে এই ভূ-খণ্ডে জনবসতি ও কৃষিসভ্যতার সূত্রপাত ঘটে। চণ্ডাল ও নিষাদ বা পুণ্ড্র নামে এক অনার্যজাতি আর্যাধিকারের পূর্বে এই জনপদের অধীবাসী ছিল। এই পুণ্ড্রদের পরবর্তী প্রজন্ম কালক্রমে বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায়, যার মধ্যে বর্তমান জনগোষ্ঠীর আদি শেকড় প্রোথিত বলে মনে করা হয়। পূর্বে শরীয়তপুর জেলা বৃহত্তর ফরিদপুর জেলার একটি অংশ ছিল। ১৯৮৪ খ্রিষ্টাব্দে বৃহত্তর ফরিদপুর জেলাকে বিভক্ত করে পাঁচটি জেলায় রূপান্তর করা হয়। তখনই শরীয়ত জেলার জন্ম। বর্তমান গ্রন্থে শরীয়তপুর অঞ্চলের জনগোষ্ঠীর জীবন ও অর্থনৈতিক পর্যালোচনা, সামাজিক নৃতাত্ত্বিক গবেষণার আলোকে বিবেচনা করা হয়েছে। শরীয়তপুরের ইতিবৃত্ত