রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলেই কি তাই? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকে বেদনা, গভীর কোনো বোধ বা কোনো শিক্ষণীয় কথা। এমনকি সমাজের অসামঞ্জস্য ঘাপটি মেরে থাকে রম্যের পরতে পরতে। আর এই মজার হাটে যে যেমন খরিদদার সে সেটুকুই কেনে। কেউ স্রেফ হাসে, কেউ হাসতে হাসতে ভাবে। কেউ আবার খুঁজে পায় অমূল্য কিছু। এই বইয়ের পাঁচটি রম্যগল্প এক মলাটে অনবদ্য এক ভান্ডার, যা আমাদের হাসায়, কাঁদায়, ভাবায়, শেখায়। জীবন মানেই লড়াই। বিপদে-আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড়ো শাপে বর আর কী হতে পারে! পাঠক, রম্যের বর্ণময় ভুবনে আপনাকে সাদর আমন্ত্রণ। পাতায় পাতায় পরখ করুন অনাবিল আনন্দ।