জীবনে সুখের সন্ধান পেতে কে না চায়। সকলেই চায়। শুধুই কি চাওয়া? না। এ বরং জীবনের আকুতিও। বিশেষত বর্তমান যুগে সুখের একটুখানি স্পর্শ পেতে জীবন ও জগৎ কত-না হাহাকার করছে! হৃদয়ের সজীবতা আর জীবনের সতেজতা ফিরিয়ে আনতে কত কিছুই না করা হচ্ছে ও করতে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু অশান্তির বিলাপ জনজীবনে বেড়েই চলছে। শান্তির মিছিলগুলো দিনদিন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। বরং আমরাই প্রতিনিয়ত শাান্তির উপায়গুলিকে জীবন থেকে ছাটাই করছি শান্তির পথে সেগুলিকে অন্তরায় মনে করে, আর তার স্থানে বড় যত্নের সঙ্গে স্থান দিচ্ছি অশান্তির যত উপায়-উপসর্গকে। অতঃপর সেগুলোই যখন তার রাক্ষুসে দাঁত বসিয়ে আমাদের কড়মড়ে চিবাতে আরম্ভ করে, দুঃখ-যাতনার জাঁতাকলে ফেলে আমাদের পিষতে শুরু করে তখন আমরা আরও ককিয়ে উঠি, জীবন ও জগৎ থেকে চির হতাশ হয়ে পড়ি।
আমাদের মনে রাখা দরকার, প্রকৃত শান্তি একমাত্র ইসলামের পরশেই পাওয়া সম্ভব। ইসলামই কেবল শান্তিময় জীবনের ঠিকানা দেয়। এটিই ইসলামের মহান বৈশিষ্ট্য। যে বা যারাই ইসলাম ও তার নির্দেশনাবলিকে জীবনে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করেছে, তারা অনাবিল সুখের সন্ধান পেয়েছে, যে সুখের শুরুপ্রান্ত এখানে, শেষপ্রান্ত ওপারে জান্নাতে, বরং এ এক প্রান্তহীন সুখের যাত্রা, যার কখনো অন্ত নেই। অন্তহীন সেই সুখের জীবন ও জগতের দিকেই আমাদের রব সদা আমাদের ডাক দিয়ে যান-