’শাজারুত দূর’ উপন্যাসটি হালাকু খাঁর হাতে আব্বাসীয় খেলাফতের পতন ও মামলুক সাম্রাজ্যের উত্থানের ঘটনাবলি নিয়ে রচিত। শাজারুত দূর একজন দাসী, পরে যিনি আইয়ুবি বংশের সুলতান সালিহ আইয়ুবির স্ত্রী হয়েছিলেন। সপ্তম ক্রসেডের সময় মিশরের সুলতান সালিহ মৃত্যুবরণ করলে শাজারুত দুর তা গোপন রাখে: কারণ সুলতানের মৃত্যুর খবরে সৈন্যরা মনোবল হারিয়ে ফেলবে। এছাড়াও, মামলুক সেনাপতির সাথে যোগসাজশে সে সলিহর উত্তরাধিকারী তুরান শাহকেও ক্ষমতা-বঞ্চিত করে। তুরান শাহকে হত্যা করে মামলুক সেনাপতিকে বিয়ে করে যৌথভাবে মিশরের ক্ষমতা দখল করে শাজারুত দুর। পরে মামলুকদের মধ্যেও দুটি দল হয় আর স্বামীর সাথে তার বিরোধ শুরু হয় ক্ষমতা কুক্ষিগত করা নিয়ে। অন্তিমে করুণ পরিণতি নেমে আসে রানি শাজারুত দুর-এর জীবনে.......