সাহসী সাত বন্ধু’- ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল-এর প্রথম কিশোর উপন্যাস। উপন্যাসটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য ; কিশোরকে কেবলমাত্র কিশোর না ভাবা। বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যে সম্ভবত এই প্রথম দেশ এবং তার অর্থনৈতিক ও সামাজিক সংকটকে ধরার চেষ্টা করা হলো। ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল সাত কিশোরকে অবাস্তব তেপান্তরের মাঠের মধ্যে দিয়ে না ছুটিয়ে অত্যন্ত পরিচিত বরাটগ্রামের গ্রাম্য দৈনন্দিন ক্লীন্নতার মধ্যে রেখে তার আকাক্সক্ষা এবং বাস্তবের টানা-পোড়েনের মধ্য দিয়ে সমাজ ও মানবতার চেহারাটি উন্মোচন করেছেন।