শহীদুল জহিরের গল্পের উপজীব্য প্রথমত নারী-পুরুষের ভালবাসা, প্রেম, তারপর সমাজ এবং রাষ্ট্রচিন্তা। এর বাইরে কে থাকে ? নাঙ্গা দরবেশবৃন্দ ছাড়া। এবং সাধারণ মানুষ যেহেতু দরবেশ নয়, তারা তাই ভালবাসে অথবা ভালবাসার জন্য আকুলিবিকুলি করে, তারা নির্ঘাত পোড়ে এবং পোড়ায়- এ এক উম্মাদনা জীবৎকাল ব্যাপী মানুষের। তারপর অস্তিত্বের সঙ্গে লেগে থাকে সমাজ এবং রাষ্ট্রের সূত্রাবলী। এইসব গল্প শহীদুল জহিরের।
শহীদুল জহির জম্ম ঢাকায় নারিন্দার ভূতের গলিতে ১৯৫৩ সালে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ- এর বিভিন্ন স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন ডি.সি.-র ‘দি অ্যামেরিকান ইউনির্ভাসিটি’ এবং বর্মিংহাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। তিনি সরকারি চাকুরিজীবী।