সূচিপত্র কয়েকটি বিহবল গল্প * এক কাঁঠালপাতা আর মাটির ঢেলার গল্প * অগল্প * ক্যালাইডোস্কোপ * মৌলিক * ডোডো পাখির জন্য নস্টালজিয়া * হারুনের মঙ্গল হোক * মিথ্যা তুমি দশ পিঁপড়া * ক্ষত যত ক্ষতি যত * জ্যোৎস্নালোকের সংবাদ * স্যুট-টাই অথবা নক্ষত্রের দোষ * কারা যেন বলছে কতিপয় ভাবুক * রাত্মক নিরুপম আনন্দ
পশ্চিমের মেঘে সোনার সিংহ * ১৮৯৯ * কাগজের অ্যারোপ্লেন * শিং মাছ, লাল জেল এইসব * পণ্ডিত * খুব স্থির একটি স্থির চিত্র * আন্না করেনিনার জনৈকা পাঠিকা * উড্ডীন * নিজকলমোহনায় ক্লারা লিন্ডেন * আয়নার ওপিঠা লাল * চীনা অক্ষর অথবা লংমার্চের গল্প * ইব্রাহিম বক্সের সার্কাস
তে দুঃখ অগ্রন্থিত গল্প * সাড়ে সাতাশ * ঘাসের উপর সবুজ বাতাস * ভেড়া, স্তন, সক্রেটিস ইত্যাদি * অন্ধ শাহজাহান * বুক শেলফে বাঘ * বাক্য রচনা
শাহাদুজ্জামান
ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ।
শাহাদুজ্জামান পড়াশােনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ’এ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়।