বাংলা গানের প্রবাদপুরুষ শাহ আবদুল করিম গত হয়েছেন বেশিদিন হয়নি। তার জীবন ছিল সরল সবুজে হাওরের পানির মতো স্বচ্ছ। তাঁর জীবন ও কর্ম নিয়েই এই বই। তবে এখানে রয়েছে অনেক নতুন তত্ত্ব। যেগুলো অন্য কোনো বইয়ে এর মধ্যে স্থান পায়নি। গায়ক-কবির জীবনকে গভীর মূল্যবোধ দিয়ে নিজের মধ্যে অনুভব করেই লিখেছেন লেখক।