ফ্ল্যাপের কিছু কথাঃ নাটক তার প্রাণের সোদর। মমতাজউদদীন আহমদের অন্য নাম কেবল নাটক হতে পারতো। নাটক নাটক নাটক, যেখানেই গেছেন, স্বদেশে বিদেশে-নাটক তাকে পিছু নিয়েছে, তিনিও নাটককে বুকে নিয়েছেন। প্রবাসকালে এগুলোর রচনা। সহজে সামান্য আয়োজনে মঞ্চে তোলার জন্য নাটক। প্রবাসের বাঙালিরা এদের নিয়ে আনন্দ পেয়েছে, স্বদেশেও এদের কদর হবে।