একাত্তরের ঐশ্বর্যমাখা পঙ্ক্তিমালা মার্চের আহত রোদের মতো হামাগুড়ি দিতে দিতে আমাদের চেতনার দিকে নিয়ে যায়। করুণ অশ্র“ সাথে স্বাধীনতার সুতীব্র সুখ কবিতাগুলোর নিবেদিত সুর। ওমর আলী সেই সুরকে বুকে ধারণ করে নির্মাণ করেছেন স্মৃতির একাত্তর।
ওমর আলী
Overall Ratings (0)