লেখক পরিচিতি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বর্তমানে সিনিয়র তথ্য অফিসার হিসেবে শিক্ষামন্ত্রণালয়ে কর্মরত।
ফ্ল্যাপের কিছু কথাঃ ‘স্বপ্নের সীমানা’ গল্পগ্রন্থের গল্পগুলোতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্রের রূপায়ন ঘটেছে। সমাজের সেই শ্রেণীর মানুষ যাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই, যারা ব্যর্থতার গ্লানি তাদের নিজ নিজ ভাগ্যের ওপর চাপিয়ে স্বস্তিবোধ করে। ‘নিঃশব্দ আর্তনাদ’ গল্পের জবান বিবি, ‘স্বপ্নের সীমানা’ গল্পের খাদেম আলী, ‘ছিন্নপত্রে’র মীরা চৌধুরী, ‘ছেঁড়া গোলাপের ঝরা পাপড়ির’ রিজিয়া, ‘আর নয়’ গল্পের মতি কিংবা ‘আঁধারের যাত্রী’র নাসিম চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য একবিন্দুতে মিলিত হয়েছে- যাদের জীবনের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, যা বাস্তবায়িত হয়নি।
সমাজের খেটে খাওয়া নিরন্ন মানুষের জীবনের প্রতিচ্ছবি বিম্বত হয়েছে প্রতিটি গল্পে। ভাষায় চমৎকার গাঁথুনি গল্পগুলোকে করেছে সুখপাঠ্য। আরজুমন্দ আর বানু ‘স্বপ্নের সীমানা’ গ্রন্থের মধ্য দিয়ে বাংলা ছোটগল্পের ইতিহাসে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা গল্পলেখক হিসেবে তাঁর শক্তিক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে।
আরজুমন্দ আরা বানুর গল্পগ্রন্থ ‘স্বপ্রে সীমানা’য় স্থান পেয়েছে মোট ১২টি গল্প। বেশির ভাগ গল্প প্রকাশি হয়েছিল বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক এবং সাময়িকীতে। সংবাদ, সচিত্র সন্ধানী, চিত্রবাংলা, পুলক এর অন্যতম। অপর্ণা হক রানু নামে তাঁর এসব গল্প প্রকাশিত হয়েছিল। গল্পগুলো লেকার সময়সীমা মাধ্যমিক শ্রেণী থেকে বর্তমান সময় অবধি।
আবু নাছের টিপু
আবু নাছের টিপু একজন সরকারি চাকুরিজীবি। বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের সদস্য। লিখছেন ছাত্রজীবন থেকেই। পেয়েছেন জাতীয় পর্যায়ে পুরস্কার। লিখেন ছােটগল্প। শিক্ষা, সমসাময়িক উন্নয়ন, গভর্নেন্স ইস্যুতেও লিখছেন নিয়মিত। জন্ম ১৯৭৩ সালে, নােয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। পড়াশুনা করেছেন অর্থনীতিতে। নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে পাবলিক পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে এবং বিশ্বব্যাংক ও মাল্টিডােনার ট্রাস্টফান্ডের অর্থায়নে মাস্টার্স করেছেন ম্যাক্রোইকোনােমিক্স পলিসি বিষয়ে। পার্বত্য জেলা বান্দরবান থেকেই কর্মজীবন শুরু। বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা। এর আগে কাজ করেছেন তত্ত্বাবধায়ক। সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব পদে। এছাড়াও কাজ করেছেন শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। ইতােমধ্যে ভ্রমণ বিষয়ক চিরযৌবনা বার্সেলােনা, গবেষণাধর্মী বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক প্রবণতা, জীবনীগ্রন্থ একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার, উন্নয়ন বিষয়ক সাফল্যের ধারাবাহিকতায় যােগাযােগখাত এবং আইন বিষয়ক গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক আইন শিরােনামে ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।