কবিতা হলো বিষণ্নতার প্রতিষেধক। মানুষের মনের ভেতর যে হাহাকারের জন্ম হয়, যে শূন্যতায় ভর করে বেড়ে ওঠে অঙ্কুরিত চারা গাছের মতো, তাকে শুশ্রুষা দেবার জন্য কবিতার জন্ম।
এক প্লেট ধবধবে সাদা ভাতের অধিকার, পরাজয়ের শিকল ছেঁড়বার উপায়, আগ্রাসী বাতাসে বিধ্বস্ত বেদনা ফুলের বাগানে টকটকে লাল গোলাপ হাসবার মুহূর্ত। এসবের জন্যই শেষবেলায় লেখা হয় প্রথম কবিতা। আর আমার এ "শেষান্তে প্রথম কবিতা" সে-সব মানুষের জন্য, যারা ক্ষুধার রাজ্যে পরাজিত প্রজা, যারা প্রেম পুষে বুকের গভীরে বিরহানলে দগ্ধ।