আতিকের একটা ছোট্ট সুন্দর পৃথিবী আছে। সেই পৃথিবীকে আতিক রূপকথার গল্পের মত ভাবে। সেখানে মীরা নামের একটি মেয়ে আছে যাকে সে ভালোবাসে। সেখানে আতিকের খুব কাছের দুই বন্ধু আছে যারা কখনো আতিকের খারাপ চায় না। সুমী নামের এক সহজ সরল রাজকন্যা আতিকের জন্য উন্মাদ। আতিক কি জানে? রূপকথার জগত বলতে কিছু নেই। রূপকথার গল্প বলতেও কিছু নেই? সবই নিছক বানানো। আমরা বাস করি তিক এক সত্য জগতে। যেখানে বন্ধু বিশ্বাসঘাতক হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে যাওয়া এক একটি জিনিস হাতছাড়া হয়ে যেতে থাকে। আমরা তা দেখি। আতিক ও দেখে। এই বইতে বাঁচা-মরা, রয়ে যাওয়া ক্ষয়ে যাওয়ার গল্প আমরা জানব। আমাদের সাথে মিলেও যেতে পারে।