শ্রেষ্ঠ গল্প
ছোট গল্পের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে চাইলে সাহিত্যক আবু ইসহাকের গল্পগুলো অবশ্যপাঠ্য। এই লেখকের "জোঁক" আর "মহাপতংগ" গল্প দুটির কথা মোটামুটি সবারই জানা। এখনকার কথা জানিনা, তবে আমাদের সময়ে বাংলা পাঠ্য বইয়ে এই গল্প দুটো ছিল; এবং বলা বাহুল্য গল্প দুটি তখনই আমাদের কচি মনে গভীর দাগ কেটে গিয়েছিল। আহমাদ মোস্তফা কামাল সম্পাদিত এই বইয়ে লেখকের ১২টি গল্প সন্নিবিশিত হয়েছে। সবগুলো গল্পই বেশ ভালো লেগেছে। তবে এগুলোর মধ্যে "ঘুপচি গলির সুখ", "বনমানুষ", "বর্ণচোর", "প্রতিবিম্ব", এবং "বোম্বাই হাজি" আমার কাছে অসাধারণ লেগেছে। সম্পাদকীয় থেকে জানলাম আবু ইসহাকের মোট গল্পের সংখ্যা ২১। আর বাদবাকি ৯টি গল্প কেন সম্পাদক সাহেব এই সংকলনে অন্তর্ভুক্ত করলেন না, তা একটা রহস্য। যাহোক, গল্পগুলো পড়ার পর মনে হল যে, নিভৃতচারী এই সাহিত্যিকের কাছ থেকে আমাদের আরও অনেক কিছুই পাওনা ছিল। জয়তু ছোট গল্প; জয়তু আবু ইসহাক।