ঘোর অমানিশা আর জাহালাতের অন্ধকারে ছেয়ে আছে পুরো জনপদ। মানবিক মূল্যবোধ হারিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে সভ্যতা। এই সময়ে বড়ো দরকার একজন মহামানবের; খাদের কিনারা থেকে যিনি টেনে তুলবেন পুরো পৃথিবীকে।
ঠিক সেই প্রয়োজনের সময়ই আলোর মশাল হাতে তিনি ধরায় এলেন পথের দিশা দিতে। তাঁর আগমনে সুরভিত উঠল মরুর বাগান। পুরো পৃথিবী তাঁর আগমনে হেসে উঠল সজীব হাসি। তাঁরই মহানুভবতা, স্নেহপরায়ণতা আর ভালোবাসার অসংখ্য নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়—আমাদের প্রাণের নবী—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এই বইয়ে স্থান পেয়েছে প্রিয়নবীর সুরভিত জীবনের কম আলোচিত মুক্তাসদৃশ নির্বাচিত ঘটনার গল্প-বিবরণ। আশা করি, ‘সিরাতের সৌরভ’ আপনাকে এক অসামান্য সৌরভের সাথে পরিচিত হওয়ার সুযোগ এনে দেবে। নবীজির চরিত্রবিভা আর মানস-মাধুর্য আলোকিত করে তুলবে আপনার হৃদয়সত্তা। আপনার সিরাতপাঠ আলোকময় হোক…
আরাফাত শাহীন
জন্ম ১৯৯৬ সালের ৭ ডিসেম্বর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে। পড়াশোনার সূচনা নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১২ সালে এসএসসি এবং নহাটা আইডিয়াল কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স শেষ করে এখন একই বিভাগে মাস্টার্স করছেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ।
বর্তমানে দেশের প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিকে শিশুদের জন্য গল্প, ছড়া লেখার পাশাপাশি প্রবন্ধ, কলাম, ছোটগল্প, ফিচার প্রভৃতি লিখে চলেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দৈনিকে কলাম লিখে বেশ পরিচিতি পেয়েছেন।
২০১৭ সালে 'গল্পকার' পত্রিকা থেকে ছোটগল্পের জন্য 'তরুণ গল্পকার' পুরস্কার এবং ২০১৮ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে 'তরুণ কলামিস্ট' পুরস্কার পেয়েছেন। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত 'লাল সবুজের গল্প' তার প্রথম একক গ্রন্থ।