উম্মাহর চৌদ্দশো বছরের ইতিহাসে শক্তিশালী যে সাম্রাজ্যগুলো গত হয়েছে, সেলজুক সাম্রাজ্য ছিল তার অন্যতম। কিনিক বসতি উম্মাহকে উপহার দিয়েছে আলপ আরসালানের মতো বীর মুজাহিদ, মালিকশাহর মতো ন্যায়পরায়ণ সুলতান, মুহাম্মাদ ও বারকিয়ারুকের মতো খাঁটি ইমানদার; আর সানজারের মতো শক্তিমান শাসক।
সেলজুক সাম্রাজ্য মুসলিম উম্মাহর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অধ্যায়ের গা থেকেই ধুলোবালির আস্তরণ সরানোর কাজ করেছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি। সেলজুক সাম্রাজ্যের ইতিহাসগ্রন্থে তিনি শুধু তাঁদের উত্থান-পতনের আদ্যোপান্তই আলোচনা করেননি; আলোচনা করেছেন তাঁদের উত্থান-পূর্ববর্তী সামানি, গজনবি, কারাখানি ও বুওয়াইহি সম্প্রদায়ের ইতিহাস। একইভাবে আলোচনা করেছেন তাঁদের পতনোত্তর উম্মাহর ওপর নেমে আসা বিপদের ঘনঘটার কথাও। বাদ যায়নি ফাতিমি-উবায়দি ও বাসাসিরিদের উৎপাত থেকে শুরু করে কারামিতা ও বাতিনিদের ষড়যন্ত্রের বিশ্লেষণধর্মী আলোচনা।
গ্রন্থটি আপনার কল্পনাকে নিয়ে ঘুরে বেড়াবে মালাজগির্দযুদ্ধের বিজয়ের মহাসড়কসহ কুখ্যাত হাসান ইবনু সাব্বাহর হাতে রচিত ইতিহাসের ভয়ংকর সব গলিপথে। আপনার সামনে উদ্ভাসিত করবে ইতিহাসের এক অনন্য ভূবন। জানাবে নিজামুল মুলক প্রবর্তিত সুন্নাহভিত্তিক রাষ্ট্রীয় আইন ও নীতিমালা, বাতিনিদের ইসলামবিধ্বংসী মতবাদের সয়লাবরোধে তাঁর যুগান্তকারী পদক্ষেপসমূহ, আব্বাসি খলিফাদের উত্থান-পতন ও তাঁদের মন্ত্রীদের খুঁটিনাটি অনেক কিছু। সর্বোপরি, গ্রন্থটি আপনাকে পরিচয় করিয়ে দেবে যুগের কিছু বিস্ময়ের সঙ্গে। আপনি কল্পনায় বসে যাবেন নিজামিয়ার ইলমি দারসে। আত্মভোলা হয়ে যাবেন ইমাম আবুল হাসান আশআরি, আবু ইসহাক শিরাজি, ইমামুল হারামাইন জুয়াইনি, ইমাম গাজালি, ইমাম বাগাবি প্রমুখ বিশ্বখ্যাত কয়েকজন মনীষীর ইলমের দরিয়ায়।
ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাযি শহরে জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |
তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসিদ্ধ সীরাত লেখক। তার লিখিত খুলাফায়ে রাশেদীন। এবং সালাহউদ্দিন রহ.-এর জীবনী ইংরেজিতে অনূদিত হয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিসিং হাউস (IIPH) থেকে ছাপানাে হয়েছে। কিতাবগুলাের বাংলা অনুবাদ ছাপানাের ব্যাপারে IIPH-এর সঙ্গে মাকতাবাতুল ফুরকান চুক্তিবদ্ধ । শীঘই সবগুলাে কিতাব এদেশের পাঠকের নিকট পৌছবে, ইনশাআল্লাহ।
Title :
সেলজুক সাম্রাজ্যের ইতিহাস (দুই খন্ড) (হার্ডকভার)