.....আল্লাহ তাআলা আমাকে প্রথমবার যেমনিভাবে নিঃস্ব করে সৃষ্টি করেছিলেন, যখন আমার নিকট পরিবার-পরিজন, ধনসম্পদ কিছুই ছিল না, ঠিক তেমনিভাবে দুনিয়াতে প্রতিনিধি রেখে রবের কাছে একাকী উপস্থিত হবো। নশ্বর পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমার সঙ্গে কেবল আমার নেক আমল এবং বদ আমলই থাকবে। আমার সূচনা এবং সমাপ্তি যখন এমনই, তখন কোনো বস্তু থাকার কারণে খুশি হওয়া এবং না থাকার কারণে ব্যথিত হওয়ার কী কারণ থাকতে পারে? সুতরাং আমার সূচনা এবং সমাপ্তির স্মরণ অসহায়ত্বের সবচেয়ে বড় সান্ত¡না। বিপদগ্রস্ত অবস্থায় আমাকে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করে নিতে হবে যে, যা হওয়ার তা হবেই। আল্লাহ তাআলা ইরশাদ করেনÑ مَا اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَ لَا فِیْ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا اِنَّ ذٰلِكَ عَلَی اللهِ یَسِیْرٌ. لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَ لَا تَفْرَحُوْا بِمَا اٰتٰىكُمْ وَ الله لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ. অর্থ : জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। যাতে তার উপর তোমরা আফসুস না করো, যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তিনি তোমাদের যা দিয়েছেন তার কারণে উৎফুল্ল না হও। আর আল্লাহ কোনো উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না। [সুরা হাদিদ : ২২-২৩]