আবারো বাতাসে বিশ্বকাপের মৌতাত! এবার খেলবে বাংলাদেশ। কিউই-ক্যাঙ্গারুর দেশে কেমন খেলবে টাইগাররা? বাকি দলগুলোর শক্তি-সামর্থ্য কেমন? কে-ই বা জিতবে বিশ্বকাপ?
এসব নিয়েই প্রকাশিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ উপলক্ষ্যে প্যাভিলিয়নের বিশেষ ম্যাগাজিন 'ইয়র্কার'!
৬৪ পৃষ্ঠার ঝকঝকে এই ম্যাগাজিনে থাকছে জাভেদ ওমর বেলিমের সাক্ষাৎকার ছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর শক্তি-দুর্বলতা ও সামর্থ্য-সম্ভাবনার আদ্যোপান্ত, ভেন্যু পরিচিতি, বিগত বিশ্বকাপগুলোর চুম্বক অংশ, স্কোয়াড, ফিচার প্রভৃতি...সাথে সংগ্রহে রাখার মতো একটি আকর্ষণীয় ফিক্সচার!
সিরাজুল ইসলাম চৌধুরী
সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম: ২৩ জুন ১৯৩৬, বাড়ৈখালী, বিক্রমপুর) একজন প্রখ্যাত অধ্যাপক ও সাহিত্যিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান (১৯৫৫) ও স্নাতকোত্তর (১৯৫৬) ডিগ্রি অর্জন করেন এবং লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৬৮) সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রফেসর এমেরিটাস হিসেবে কর্মরত ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রবন্ধ-গবেষণা, ছোটগল্প, উপন্যাস ও অনুবাদ, যেমন "অন্বৈষণ" (১৯৬৪), "শেষ নেই" (২০০৪), "এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব" (১৯৭২) এবং "হোমারের ওডেসি" (১৯৯০)। তিনি লেখক সংঘ পুরস্কার (১৯৭৫), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬), একুশে পদক (১৯৯৬) সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।