দিন এবং রাতের সন্ধিক্ষণ হল সন্ধ্যা। সন্ধ্যায় পশ্চিমাকাশে দেখা দেয় মায়াময় লালাভা। সন্ধ্যায় কর্মব্যস্ত মানুষগুলো ঘরে ফেরে, নীরে ফেরে সন্ধানী পাখি। সেই সব সন্ধ্যার গল্পগুলো সম্পর্কের। স্বপ্নের। হারিয়ে যাওয়ার। খুঁজে পাওয়ার। হাতে হাত রেখে পথ ভাঙার। আবার অনেকগুলো সন্ধ্যা আছে মন ভাঙার। স্বপ্ন ভাঙার। সন্ধ্যার গল্প আসলে জীবনের গল্প। যে গল্পে আনন্দ আছে। বেদনা আছে। আর আছে জীবন মৃত্যুর খেলা। ৫২ বছর পরে সেই সন্ধ্যাগুলো নাড়িয়ে গেল কেন? প্রশ্নের জবাব খুঁজতে হলে পড়তে হবে 'সেই সব সন্ধ্যা'।