...হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন। জন্ম তাঁর দুশো বছর আগে-১৮০৫ সালে। ডেনমার্কের ওডেন্সে। একটি উপন্যাস লিখতে লিখতে মাঝপথে থামিয়ে দিয়ে তিনি লিখতে শুরু করেছিলেন রূপকথা। আজ প্রায় দুই শতাব্দী বয়স হতে চললেও তার রূপকথার গল্পেরা সমান জীবন্ত, কিছুবা আগের চেয়েও বেশি পঠিত। তাঁর নাম জানার আগেই শিশুরা তার গল্প জেনে যায়। ওইসব গল্পের নামেই তার জন্মভূমি ডেনমার্ককে চেনে পৃথিবীর মানুষেরা। আন্দেরসেনের রূপকথাগুলো বাংলা ভাষায় অনূদিত হয়েছে বহুবার। ঢাকায় এবং কলকাতায়। দ্বিজেন শর্মা, কবীর চৌধুরী, বুদ্ধদেব বসু, মুনতাসীর মামুন, লীলা মজুমদার, হায়াৎ মামুদসহ আরও বহু বিজ্ঞজনের হাতে অনূদিত হয়েছেন আন্দেরসেন। সামনের দিনেও হয়ত অনেকেই ভালোবেসে সেসব গল্প ফের অনুবাদ করবেন। তাঁর গল্পের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তাই ‘সেই নয়টি রূপকথা’ বলে মনে করিয়ে দেয়া হচ্ছে গল্পগুলো নতুন নয়, দুই শতাব্দী ধরে জীবন্ত আন্দেরসেনের গল্পগুলোর নয়টি এখানে এই দুই মলাটের মধ্যে রয়েছে।