ছিয়াত্তর বছর বয়সে পৌঁছে কাজী মাহবুবউল্লাহ আমাদের তাঁর জীবন-কাহিনী উপহার দিলেন। তাঁর জীবন নানা দিক থেকে কৌতূহলোদ্দীপক। আজ তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত কিন্তু এই প্রতিষ্ঠা অর্জনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। বহু চড়াই-উত্রাই ভেঙ্গে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এই গ্রন্থে বিগত প্রায় ছয় 9789840430116দশকের বহু বিষয় লিপিবদ্ধ হয়েছে। নগর ও গ্রাম জীবনের কথা, কলকাতার কথা, মাহবুবউলাহর কৈশোর-যৌবন, বিবাহ, চাকুরী, ব্যবসায় ও বর্তমানে প্রায় অবসর জীবন-যাপনের কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ও আরো নানা প্রসঙ্গ। অজস্র ক্ষুদ্র বিষয় লেখকের স্মৃতিতে যেভাবে অম্লান হয়ে আছে তা পাঠকের অকৃত্রিম বিস্ময় জাগাবে।