“ইতিহাস সব সময় জ্ঞানীগুণী আর পণ্ডিতেরা লিখবে তা তো নয়। বলা হয়, বিজয়ীরা ইতিহাস লেখে, আর ইতিহাস লেখে শাসকেরা, মানে লেখায় তারা। দলিল, দস্তাবেজ, খবরের কাগজ আর নানা কিছু ঘেটে লেখক, গবেষক ইতিহাস লেখে। কিন্তু সাধারণ মানুষ তার যাপিত সময় নিয়ে যা লেখে সে লেখা অনানুষ্ঠানিক হলেও, তথ্য উপাত্ত না থাকলেও, তার গুরুত্ব তো কম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাজার হাজার দলিল আর তথ্যাদির ভিড় ঠেলে আনা ফ্রাঙ্ক কিংবা কংকা নামের কিশোরীদের দিনলিপি উঁকি দেয় মহাকালের জানালায়। আমাদের মুক্তিযুদ্ধের অনেক অনেক দলিল আর তথ্যের ভিড়ে জাহানার ইমামের ‘একাত্তরের দিনগুলি’ জ্বলজ্বল করে। ভিড়ের মধ্যে শির উঁচু করে দাঁড়ায় ব্যক্তির বেদনা ও বিপ্লবের স্মৃতি। একজন চে গুয়েভারা'র হয়ে ওঠার ইতিহাস শুধু নয়, ‘মোটর সাইকেল ডায়রি'র মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের বিপ্লবের বীজ।”