শৈশব পেড়িয়ে সদ্য কৈশোরে দুপা ফেলা কিশোরী হোক কিংবা জীবনের দৌড়ে তাল মিলিয়ে চলতে থাকা তরুণ...ফজর হতে ঈশার আবর্তনের চক্রে, জীবনযুদ্ধের এই এতশত পরীক্ষার ভীড়েও বিয়ে নিয়ে আমাদের যেন জল্পনা কল্পনার শেষ নেই। তবে এই কল্পনাগুলোর বাস্তবতা কী? বিয়ে কি শুধুই দুজন মানুষের একত্রে থাকার বৈধতার নথিপত্র নাকি এরচেয়েও আরো অনেক বেশি কিছু? আচ্ছা, মুমিনের সকল কর্মফলই তো তার নিয়াতের উপর নির্ভরশীল, আমরা কি তবে আমাদের নিয়াতকে বিশুদ্ধ করতে পেরেছি? বিয়ে করতে চাওয়ার পিছনে আমাদের নিয়াত কী? কীভাবে আমরা সেই নিয়াতকে বাস্তবে রূপ দেব, কীভাবে আমাদের আদর্শ জীবনসঙ্গীকে খুঁজে পাব, আর এই সবকিছুকে ছাপিয়ে, আমি আসলে কেমন জীবনসঙ্গী চাই এ বিষয়গুলো নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছি!
আমাদের বেশিরভাগ মানুষের মাঝেই বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি, প্রস্তুতি ও প্র্যাকটিকাল লাইফের সাথে এই নতুন জীবনের সম্পর্ক নিয়ে কোন পূর্বজ্ঞান থাকে না। ফলস্বরূপ দেখা যায় বিয়ের পূর্বের ফ্যান্টাসীগুলোই বিয়ের পরে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, আমরা মানিয়ে নিতে পারছি না কিংবা মানসিকভাবে ভেঙে পড়ছি। তাহলে উপায় কী? কীভাবে আমরা বিয়ে নামক এই নাগরদোলায় পা রাখার আগে নিজেদের গড়ব, কীভাবে বিয়ের পরে একে অন্যের জন্য আদর্শ জীবনসঙ্গী হয়ে উঠব, কীভাবে আমাদের এই ভালোবাসার বন্ধনকে শক্তভাবে আঁকড়ে ধরব, প্রজাপতির মতো যত্ন নেব! এসব কিছু সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমাদের আলোকিত করতে, এই বইটি মলাটে আবদ্ধ এক দারুণ সংগ্রহ। বইটিতে জীবনসঙ্গী নির্বাচন থেকে শুরু করে বিয়ে পরবর্তী জীবনের নানা প্রতিকূলতা ও এথেকে নিজেদের সুরক্ষিত রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি বইটি আপনাকে সম্পূর্ণরূপে প্রাকটিকাল ও ফ্যান্টাসী বিবর্জিত স্বচ্ছ চিন্তাভাবনার এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেবে। বিয়ের প্রস্তুতি এবং বিয়ে পরবর্তী নানা জটিলতার সমাধানকে আপনার সামনে তুলে ধরবে, ইনশাআল্লাহ।
আফসান খান
Title :
সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ (হার্ডকভার)