জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। ১৯৮১ সালে তাঁকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় । ১৯৯৬ সালের ২৩ জুন তার নেতত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতাে প্রধানমন্ত্রী হন। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বার এবং ২০১৪ সালের নির্বাচনে জয় লাভ করে তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি বােস্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র (১৯৯৭); ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, জাপান (১৯৯৭); আব্যারডিন ড্যান্ডি বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য (১৯৯৭); ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৯); ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, ব্রাসেলস, বেলজিয়াম (২০০০); ব্রিজপাের্ট বিশ্ববিদ্যালয়, কানেকটিকাট, যুক্তরাষ্ট্র (২০০০); প্যাট্রিস লুবাম্বা পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয়, মস্কো, (২০০৫); সেন্ট পিটার্সবার্গ স্টেট বিশ্ববিদ্যালয়, রুশ ফেডারেশন (২০১০) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম' (ধরিত্রীর মধ্যে শ্রেষ্ঠ), ২০০৫ সালে ফিলিপাইনের পার্লামেন্ট কংগ্রেশনাল মেডেল অভ অ্যাচিভমেন্ট’, পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ ও শান্তি আনার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের জন্য ১৯৯৯ সালে ইউনেস্কো হুফে-বােগনি পুরস্কার প্রদান করেন । তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদক ও কলকাতার এশিয়াটিক সােসাইটি থেকে মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক সমঝােতার জন্য ইন্দিরা গান্ধী স্বর্ণপদক ২০০৯' এবং ২০১০ সালে তিনি জাতিসংঘ কর্তৃক মিলিনিয়াম ডেভলপমেন্ট গােল্ড' পুরস্কারে ভূষিত হয়েছেন ।
Title :
Secret Documents Of Intelligence Branch On Father Of The Nation Bangabandhu Sheikh Mujibur Rahman (1st Part 1948-1950)