একটি ওয়েব সাইটকে অনলাইনে কার্যকর করে তােলার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি। অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়েব সাইটে ভিজিটর আসার অন্যতম প্রধান একটি কারণ হলাে সার্চ ইঞ্জিনে উক্ত সাইটটি হাই র্যাংকিং-এ অবস্থান। অনলাইনে যেহেতু ব্রাউজকারীরা সর্বদা তথ্য। খুঁজে বেড়ায় তাই সার্চ তাদের অপরিহার্য একটি বিষয়। সার্চ ইঞ্জিনে সার্চ করার সময় কোনাে। ওয়েব সাইট সার্চ রেজাল্টের তালিকায় যত উপরের দিকে থাকবে ইউজারের সেই সাইটে প্রবেশ বা ব্রাউজ করার সম্ভাবনা তত বেশি হবে। এর অর্থ ঐ সাইটের সার্চিং র্যাংক যথেষ্ট হাই এবং। এভাবেই সাইটতে ট্রাফিক বৃদ্ধি পেতে পারে। এর জন্য আমরা যে প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাহায্য। নিয়ে থাকি সেটি হলাে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। একটি কথা খুবই সহজ কিন্তু অবশ্যই সদা স্মরণযােগ্য, সেটি হলাে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা না থাকলে আপনার সাইটটি ইন্টারনেটের বিশাল জঙ্গলে অবহেলায় এক কোণে পড়ে থাকা কোনাে অপ্রয়ােজনীয় সাইট ছাড়া আর কোনাে কিছু হিসেবেই বিবেচ্য হতে পারে না। SEO করা নেই এমন সাইট। স্বভাবতই অনলাইন মার্কেটিং এ কোনাে ভূমিকা রাখতে পারে না। সর্বোপরি অনলাইন মার্কেটিং। হলাে একটি একটি প্রবল প্রতিযােগিতামূলক বাজার যেখানে আপনাকেই আপনার যােগ্যতা প্রমাণ। করে টিকে থাকতে হবে।