একটা আকস্মিক দুর্ঘটনা। তারপরেই বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেলো আরাফাত আর একমাত্র কন্যা আমারা। আরাফাত আর খানসার ভালবাসার ফসল। এ সেই খানসা, যে ছিল আরাফাতের প্রথম আর একমাত্র ভালবাসা। জীবনের সকল বৈরীতাকে টপকে যে একদিন এসেছিল আরাফাতের প্রিয়া হয়ে। সেই বৈরীপ্রিয়া আজ নিয়তির ফেরে প্রিয়া থেকে ফের বৈরীতায় উপনীত। জীবনের এমন বেসামাল মুহূর্তে পুনরায় ধৈর্য পরীক্ষা দিতে প্রস্তুত হলো আরাফাত। খানসার নির্বিকার চাহনী আর সবকিছুতে প্রথম স্বামী ইরফানের স্মৃতিকে খুঁজে ফেরা আরাফাতের বুকে শেলের আঘাত হানলেও সবকিছু মেনে নিয়ে নিরলস সাধনায় মেতে রইল। খানসা তাকে না জানলেও আরাফাত নিজে তো জানে খানসা তার কতখানি। সে কারণেই কখনও মধ্য আটলান্টিকের বুকে, কখনোবা নির্জন উপকূলে। কখনও সাগর অতলে তো কখনও ভাসমান ইয়টে।
আরাফাত বারেবারে খুঁজে ফিরে তার বৈরীপ্রিয়াকে। যে সবসময়ই আরাফাতের বৈরীপ্রিয়া। যার বৈরীতাই আরাফাতের নৈঋতা।