জর্জ রেমন্ড রিচার্ড মার্টিন (জন্ম : ২০ সেপ্টেম্বর ১৯৪৮) হলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার, চিত্রনাট্যকার এবং টেলিভিশন প্রযোজক। তিনি জর্জ আর. আর. মার্টিন নামে ফ্যান্টাসি, ভৌতিক এবং বিজ্ঞান কল্পকাহিনী রচনা করেন। তিনি তার সর্বাধিক বিক্রিত মহাকাব্যিক ফ্যান্টাসি উপন্যাস আ সং অব আইস অ্যান্ড ফায়ার দিয়ে খ্যাতি অর্জন করেছেন। উপন্যাসটি অবলম্বনে পরবর্তীতে গেম অব থ্রোনস (২০১১-বর্তমান) টেলিভিশন ধারাবাহিক নির্মাণ করা হয়, যা মার্কিন টেলিভিশন চ্যানেল এইচবিওতে প্রচারিত হয়। মার্টিন নিজেও এই ধারাবাহিকটির সহকারী প্রযোজক হিসেবে কাজ করেন এবং চারটি পর্বের চিত্রনাট্য রচনা করেন।
২০০৫ সালে টাইম ম্যাগাজিনের লেভ গ্রসম্যান মার্টিনকে আমেরিকার টলকিন বলে উল্লেখ করেন, এবং ২০১১ সালে তিনি বার্ষিক টাইম ১০০ বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।