ফ্ল্যাপের কিছু কথাঃ সহজ কথা যেমন সহজে লেখা যায় না, তেমনি শিশুদের জন্যও সহজ করে, শিশুদের মন জয় জরা লেখাটি লেখা কঠিন।শিশু চায় গল্প, মজা, নির্ভেজাল আনন্দ, তাদের মনের সরল সুন্দর ঝলমল জগৎটির সাথে মিলে যায় এমন আকর্ষনীয় কিছু। সাহিত্যে এই জগৎটি সৃষ্টি করা খুব একটা সহজ কাজ নয়।তা ছাড়া বাস্তব জগৎ আর শিশুর মনোজগতের মধ্যে মেলবন্ধন ঘটানোও একটি দুরূহ ব্যাপার। ঝর্না রহমানের শিশু-কিশোর গল্পে এই মেলবন্ধনের সেতু বেয়ে স্বচ্ছেন্দেই চলে যাওয়া যায় শিশুদের মনোরাজ্যে। এ বইয়ের সাতটি গল্পের প্রতিটিতেই রয়েছে আনন্দময় ঘটনা-প্রবাহের পাশাপাশি সুন্দর জীবন, স্বদেশ, স্বভাষা, স্বসংস্কৃতি, পরিবার, পরিবেশ ইত্যাদির প্রতি শিশুদের আগ্রহ ও ভালবাসা জাগিয়ে তোলার চেষ্টা। ‘স্কুলবাড়ির ছেলে’ গল্পের রনির চরিত্র যেমন একজন কিশোরকে সমব্যাথী করে তুলবে তেমনি অদৃশ্য বিড়ালে গল্পের দুষ্টু উষ্ণষের কাণ্ডকারখানা দারুণ আনন্দও দেবে। চূড়ান্ত হাস্যকৌতুকের নানা দৃশ্যের মধ্য দিয়ে ভাষা ও ব্যাকরণের মতো একটা নীরস বিষয়কে যে চমৎকার সরসভাবে উপস্থাপন করা যায়, তার দৃষ্টান্ত ‘দোলার এ্যাসাইনমেন্ট’ গল্পে। ‘বটফুল’ গল্পে তেমনি ভাষা সাহিত্য বিজ্ঞান ও শিশু মনস্তত্বের এক অসাধারণ সমন্বয় ঘটেছে। সূচিপত্র *স্কুলবাড়ির ছেলে *টায়রা *দোলার এ্যাসাইনমেন্ট *কালাবাবা কালুবিবি ও বুজিমনি *বটফুল *অদৃশ্য বিড়াল *মম’র জন্মদিনের কেক