বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ইত্যাদি ঘটনা এই অঞ্চলের সমাজ, রাজনীতি ও সংস্কৃতির চেহারা যেমন বদলে দিয়েছে, তেমনি আমাদের সাহিত্যের ভেতর ভুবনকেও আমূল বদলে দিয়েছে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের পরিচয় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও, স্বতন্ত্র ভূখণ্ডের সাহিত্যিক অভিযাত্রা ভারত বিভাগ (১৯৪৭) পূর্বেই সূচিত হয়েছে। বিভাগোত্তর পূর্ববাংলার রাজধানী সূত্রে ঢাকা হয়ে উঠেছে বাংলা সাহিত্যের দ্বিতীয় রাজধানী। ‘সত্তর দশকের কথাসাহিত্য’ গ্রন্থে মুক্তিযুদ্ধ-উত্তর সাহিত্যে নতুন এক মানচিত্রকে হাজির করা হয়েছে।