আজ থেকে ১৫-২০ বছর আগে বিদেশ সম্পর্কে মানুষের ধারণা ছিল বিদেশ মানেই টাকা। জমি-টমি বিক্রি করে কোন ভাবে একবার বিদেশ যেতে পারলে জীবনে আর কোন দিন টাকার অভাব হবে না। বিদেশ গেলে মাসে লাক লাক টাকা ইনকাম করা যায়। বিদেশ সম্পর্কে এই ধারণা আজ বদলে গেছে। কাজ না জেনে বিদেশ গেলে, দেশে যেমন বেকার থাকতে হয় তেমনি বিদেশেও বেকার থাকতে হয়। আউটসোর্সিং সম্পর্কেও অনেকের ধারণা আউটসোর্সিং মানেই টাকা। একবার আউটসোর্সিংয়ের খাতায় নাম লেখালে বা কোথাও ২-৩ মাসের কোর্স করলে জীবনে আর টাকার অভাব হবে না। আউটসোর্সিং করে মাসে লাক লাক টাকা ইনকাম করতে পারবে। ধীরে ধীরে মানুষের এই ধারণাও ভুল প্রমাণিত হচ্ছে। আউটসোর্সিংয়ের খাতায় নাম লেখালে মানে কোন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুললে বা কোথাও ২-৩ মাসের কোর্স করলেই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য দীর্ঘ দিন প্র্যাকটিস করে যেতে হয়। কোথাও ২-৩ মাসের কোর্স করলে কারা সফল হয়? যারা অনেকদিন ধরে আউটসোর্সিংয়ের চেষ্টা করে যাচ্ছে কিন্তু সফল হতে পারছে না তারা কোথাও ২-৩ মাসের কোর্স করলে কাজ শুরু করার মতো অবস্থা হয়। আর যারা একেবারেই নতুন তারা কোথাও ২-৩ মাসের কোর্স করলে ভালো গাইডলাইন পায় কিন্তু সফল হওয়ার জন্য তাদেরকে আরো অনেকদিন নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে যেতে হয়। -মো. আমিনুর রহমান
সূচিপত্র ১. চাকরি করবেন নাকি ফ্রিল্যান্সিং? ২. কোন কাজটি শিখবেন? ৩. আমার গ্রাফিক্স ডিজাইন কাজের অভিজ্ঞতা ৪. আমার ওয়েব ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা ৫. আউটসোর্সিং : চক চক করলেই সোনা হয় না ৬. ইল্যান্সের সেরা ফ্রিল্যান্সার ৭. প্রোগ্রামিং কেন শিখতে হবে? ৮. যশোর জেলার সেরা ফ্রিল্যান্সার ৯. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ৪৫ ১০. আউটসোর্সিং ও ট্রেনিং সেন্টার বাণিজ্য ১১. আমি যেভাবে ফ্রিল্যান্সার হলাম ১২. আমার সফল হওয়ার গল্প ১৩. রিস্ক না নিলে সাফল্য আসে না ১৪. আমি যেভাবে শুরু করি ১৫. শুরুটা অনেক বন্ধুর ছিল ১৬. ধৈর্য ধরে শুরু করা