সারসংক্ষেপ ড্যারেন শান ছিলো এক সাদামাটা অতি সাধারণ স্কুলবয় তবে এমনটা সে ছিলো সার্ক দু ফ্রিকে যাবার নিমন্ত্রণ পাবার আগ পর্যন্ত। সার্ক দু ফ্রিকে যাবার নিমন্ত্রণ পেলো, দেখা হলো মাদাম ওকটা’র সাথে, মুখোমুখি হতে হলো তাকে ভয়াবহ এক নিশাচরের সঙ্গে, বদলে গেলো তার পৃথিবী, বদলে গেলো সে। অচিরেই ড্যারেন ও বন্ধু স্টিভ আটকা পড়লো ভয়াল এক মৃত্যু ফাঁদে। স্টিভকে যে বাঁচাতেই হবে! যে জানে স্টিভকে বাঁচানোর উপায়, তার সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে ড্যারেন জানতে পারে, সে মুখোমুখি হয়েছে এক রক্ত খেকোর! সার্ক দু ফ্রিক ভীষণ মনকড়া এক বই। দারুণ টান টান দারুণ রোমাঞ্চ ও চাঞ্চল্যে ভরা কাহিনী। কী আছে তার পরে! এটা জানার জন্য আকুলবোধ করবেই পাঠক!