তারাপদ রায় (১৭ নভেম্বর ১৯৩৬ - ২৫ আগস্ট ২০০৭) ছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। হালকা হাস্যরস ও পরিমিত তিক্তরসের মিশ্রণে তার রচনা চিহ্নিত ছিল। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা ও সরকারি চাকরি শেষে ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা হিসেবে অবসর নেন। তার কবিতার প্রথম বই "তোমার প্রতিমা" ১৯৬০ সালে প্রকাশিত হয়, এবং তার প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। তিনি রম্যরচনা, ছোটগল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্যেও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। সাহিত্যিক ছদ্মনাম নক্ষত্র রায় ও গ্রন্থকীট নামেও তার লেখা পাওয়া যায়। সরকারি অতিথি হিসেবে ইংল্যান্ড ও আমেরিকা সহ বহু দেশে ভ্রমণ করেছেন।