বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী কামাল লোহানী। আর তার অভিজ্ঞতার ঝুলিটাও বেশ বড়। ফলে সে ঝুড়ি থেকে পাঠকের জন্য যা বের হয় তা হয় পুরোটাই খাঁটি। ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও নৃত্যশিল্পের বিস্তার’ বইটিতে পাঠক এ বাংলার নৃত্যশিল্পের একটি ধারণা পাবেন। বইটিতে অনেক নতুন তথ্য সংযোজিত হয়েছে।