বাংলাদেশের আনাচে-কানাচে এখনো কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ তাদের মূল সাংস্কৃতি আকড়ে ধরে বেঁচে আছেন। তাদের হাজার বছরের এই নিজস্ব সংস্কৃতি এখন আগ্রাসী সংস্কৃতির কারণে অনেকটা বিপনড়ব। এই বইয়ে গল্পের ছলে, কখনো প্রতিবেদনরূপে লেখক পরিচয় করিয়ে দিয়েছেন তাঁদের সুখ-দুঃখ, হাসি-কানড়বা, ঘাত-প্রতিঘাত, বঞ্চনা-লাঞ্ছনা ও নিপীড়নের সঙ্গে।