“ইতিপূর্বে সাম্রাজ্যবাদ ও বিশ্ব পরিস্থিতির ওপর আমার পাঁচটি রচনা সংকলন প্রকাশিত হয়েছে। এগুলি হলো: সাম্রাজ্যবাদের নোতুন বিশ্বব্যবস্থা; সাম্রাজ্যবাদ ও বিশ্ব পরিস্থিতি; প্যালেস্টাইন, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সাম্রাজ্যবাদ; দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তৎপরতা। এই বইগুলিতে আমি বিভিন্ন দেশে মার্কিনসহ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির তৎপরতা এবং আগ্রাসনের কিছু বিবরণ দিয়েছি। এ ছাড়া Miscellaneous Writings নামে একটি বইয়ে সাম্রাজ্যবাদের অর্থনীতি, রাজনীতি, সামরিকীকরণ ইত্যাদি বিষয়ে বিশ্লেষণ এবং আলোচনা আছে। এগুলি হলো বিভিন্ন আন্তর্জাতিক সাম্রজ্যবাদ বিরোধী সম্মেলনে পঠিত আমার লিখিত বক্তৃতা।
বাঙলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সাম্রাজ্যবাদী শোষণ, পরোক্ষ নিয়ন্ত্রণ ও তৎপরতার ওপর আমার বেশ কিছু প্রবন্ধ আছে। যা বিভিন্ন রচনা সংকলনে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাঙলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামরিক খাতে ব্যয়, বাঙলাদেশের সরকার কর্তৃক দেশীয় স্বার্থ বিরোধী বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা প্রসঙ্গেই এই প্রবন্ধগুলি লিখিত হয়েছে।
ঐ রচনাগুলি পাঠ করলে সারা বিশ্ব জুড়ে মার্কিনসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিপজ্জনক তৎপরতা সম্পর্কে পাঠকদের কিছু ধারণা হবে, এ চিন্তা করেই এগুলি গ্রন্থাকারে প্রকাশ করা হলো।”
বদরুদ্দীন উমর