ফ্ল্যাপে লিখা কিছু কথা বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিম বাংলার বর্ধমান শহরে। মার্কসবাদী তাত্ত্বিক ,রাজনীতিবিদ,প্রাবন্ধিক ও ইতিহাসবিদ হিসেবে তিনি বাংলাদেশে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় খেকে এম,এ পাশ করার আগেই ১৯৫৪ সালে দর্শন বিভাগে অস্থায়ী ভাবে শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালে এম,এ পাশ করার পর ১৯৫৬ সালে চট্রগাম সরকারী কলেজে এবং ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে দর্শন,রাজনীতি ও অর্থনীতি এই তিন বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগেরও তিনি তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। ষাটের দশকে প্রকাশিত তাঁর তিনটি বই সাম্প্রদায়িকা (১৯৬৬) , সংস্কৃতির সংকট(১৯৬৭) ও সাংস্কৃতির সাম্প্রদায়িকা(১৯৬৯) তৎকালে বাঙালী জাতীয়বাদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে । এ সময় পাকিস্তান সরকারের সাথে তাঁর বিরুদ্ধ বৃদ্ধি পেতে থাকে। এবং তিনি নিজেই ১৯৬৮ সালে অধ্যাপনার কাজে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতি ও সার্বক্ষণিক লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেন।বধরুদ্দীন উমর ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান কমিনিস্ট পার্টি (মার্কসবাদী-লেলিনবাদী)তে যোগদান করেন। ১৯৭০ এর ফেব্রুয়ারি থেকে ১৯৭২-এর মার্চ পর্যন্ত পার্টির প্রকাশ্য মুখপত্র সাপ্তাহিক গণশক্তি সম্পাদনা করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পার্টি লাইনের বিরোধিতা করে পর পর দুটি দলিল পার্টিতে প্রদান করেন এবং ১৯৭১ সালের ডিসেম্বরে পার্টি থেকে পদত্যাগ করেন । এরপর থেকে তিনি এদেশে কমিন্স্টি আন্দোলন পুনর্গঠনে নিয়োজিত রয়েছেন। তিনি শ্রমিক, কৃষক,বিশেষ করে কৃষক এলাকায় সংগঠন গড়ে তোলার কাজে সরাসরি যুক্ত থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা সফর করেছেন। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার কাজও করেছেন। তিনি বাংলাদেশের কৃষক ফেডারেশন ও বাংলাদেশ লেখক শিবির এর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল এর সভাপতি । রাজনৈতিক প্রয়োজনে নিয়মিত প্রবন্ধ লেখার পাশাপাশি বাংলাদেশে ইতিহাস চর্চার ক্ষেত্রে মার্কসীয় ধারার সূচনাকারী বদরুদ্দীন উমর । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ওপর তিন খন্ডে রচিত “পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” এ ধারায় তাঁর সব থেকে গুরুত্বপূর্ন রচনা। স্কুল পাঠ্য বই হিসেবে ইতিহাকে উঠিয়ে দেওয়ার সাথে বাংলাদেশের শাসক শ্রেণির শ্রেণি চরিত্রের সম্পর্কটি তিনিই খোলাখুলিভাবে উন্মোচন করেছেন। একই সাথে তিনি জনগনের মুক্তি সংগ্রামের সাথে ইতিহাস চর্চার অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়টিও সামনে এনেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বাংলার শ্রেণি সংগ্রাম , বাঙালী জাতীয়তাবাদের বিকাশ ও ১৯৭১ সালে বাংলাদেশের আবির্ভাবের ওপর লিখিত তাঁর Emergence Of Bangladesh (দুই খন্ড) সম্প্রতি Oxford University Press,Karachi থেকে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫ এর ওপর । তাঁর প্রকাশিত, কিন্তু অগ্রন্থিত প্রবন্ধের পরিমাণও অসংখ্য। ভূমিকা *দিল্লী চুক্তি বাংলাদেশেকে আর এক পাকিস্তানে পরিণত করবে *মার্কিন কোম্পানি শেভরন কর্তৃক *নোতুন গ্যাস ক্ষেত্র দখলের উদ্যোগ *সিলেট সীমান্তে বিএসএপ-এর হামলা *ভারতের মাওবাদীদের আন্দোলন প্রসঙ্গে *স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সাম্রাজ্যবাদের ভূমিকা *মধ্যপাচ্যের সাম্রাজ্যবাদীদের বেকায়দা অবস্থা *ভারতের বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি *ভারতের শাসন ব্যবস্থা পরিবর্তনের তাগিদ *হাসিনা মনমোহন চুক্তিরি চরিত্র এখন উন্মোচিত হচ্ছে *ভারতে মাওবাদী আন্দোলন ও সরকারের দমননীতি *ঢাকায় ভারতের সামরিক উপস্থিতির জন্য বিস্ময়কর প্রস্তাব *দুর্বৃত্ত ফ্যাসিবাদী রাষ্ট্র ইসরাইলের নোতুন হামলা *ইসরাইলের আকশে কালো মেঘ *পাকিস্তানে বন্যা ও মানবিক সাহায্য পসঙ্গ *বন্যা পরিস্থিতি পাকিস্তানে শাসন সংকট ঘনীভুত করছে *মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ধরন ও মর্মাথ *৯/১১-এর ঘটনার যথাযথ তদন্ত হওয়ার দরকার *নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে *সংকটে আমেরিকা সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা *মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর *উইকিলিকসে বাংলাদেশের তথ্য *মিসরে গণঅভ্যুথ্থান *পাকিস্তানে ব্লাসফেমি আইন *মিসরে রাজনৈতিক সংকট *আরব বিশ্বে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী *আন্দোলনের তাপর্য *লিবিয়া আটকে পড়া বাংলাদেশী শ্রমিকরা *লিবিয়ার বর্তমান পরিস্থিতি *মানবিকতার মুখোশ পরে লিবিয়ায় *মার্কিন সাম্রাজ্রবাদের হামলার প্রস্তুতি *লিবিয়ায় সাম্রাজ্রবাদীদরে প্রত্যাশিত হামলা *সাম্রজ্যবাদীরা লিবিয়া দখলের জন্য যুদ্ধে নেমেছে *লিবিয়ায় সাম্রাজ্রবাদী আগ্রাসন কোন দিকে মোড় নিবে? *আরব দেশে গণঅভ্যুথ্থান ও সাম্রাজ্যবাদ *লিবিয়া দখলের জন্য সাম্রাজ্যবাদীদের সামরিক আগ্রসন *‘মানবাধিকা’ প্রতিষ্টার জন্য সাম্রাজ্যবাদীরা লিবিয়ায় যুদ্ধ করছে! *মার্কিনসহ সব সাম্রাজ্যবাদীর মুখোশ ছিঁড়তে হবে *মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদীদের ‘মানবাধিকার’আসল রুপ *পশ্চিমবঙ্গে বামফ্রন্ট শাসনের অবসান *পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাবদল *মার্কিন সাম্রাজ্যবাদ ওসামা বিন লাদেন ও গাদ্দাফীর সন্তানদের খুন করেছে *লাদেনের হত্যাকান্ড ও মার্কিন পাকিস্তান সম্পর্ক *পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রত্যাবর্তন *লিবিয়ায় ন্যাটোর সাম্রাজ্যবাদী আগ্রাসন *ভারতে মুসলমানদের অবস্থা *লিবিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের অবশ্যম্ভাবী পরিণিতি *মার্কিন সাম্রাজ্যবাদের মানবিকতাবাদ ও গণতন্ত্র প্রীতি *মার্কিন -পাকিস্তান সম্পর্কের লেজেগোবরের অবস্থা *সাম্রাজ্যবাদীরা এখনও শক্তিশালী হলেও তাদের সূর্য় অস্তচলগামী *হিরোসিমা ও নাগাসাকি দিবসে ব্রিটেনে পুলিশবিরোধী দাঙ্গা *করাচীতে জাতিগত দাঙ্গা *অবশেষে সাম্রাজ্যবাদীরা লিবিয়া দখল করল *ভারতের আন্না হাজারের অনশন ও দুর্নীতি সমাচার *মমতা ব্যানার্জির কীর্তিকলাপ *৯/১১-এর মার্কিন চক্রান্ত *মার্কিনের রাষ্ট্রীয় সন্ত্রাসই বিশ্বজুড়ে *সন্ত্রাসীরা তৎপরতার বিস্তার ঘটিয়েছে *মার্কিন যুক্তরাষ্ট্রর সঙ্গে পাকিস্তানের সামরিক গাঁটবন্ধন *উইকিলিকসের ফাঁস করা তথ্য কী প্রমাণ করেছে? *জাতিসংঘে শেখ হাসিনার শান্তির বাণী *দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রাষ্ট্রীয় সম্পর্ক নোতুন ভাবে বিন্যস্ত হচ্ছে *নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরে ভেটো ক্ষমতা বাতিল করতে হবে *খাদ্যশস্যের জমি তেল তেল ক্ষেত্রে পরিণত করে মানব জাতির ধ্বংসের পথই প্রশস্ত করা হচ্ছে *প্রকৃতি ধ্বংস করে মানুষ নিজের অস্তিত্ব ধ্বংসের পথই প্রশস্ত করছে *মালদ্বীপে সার্কের মহোৎসব *সিরিয়ায় সাম্রাজ্যবাদের নোতুন চক্রান্ত *ইরারে ইসরাইলের সামরিক হামলার হুমকি *মার্কিন যুক্তরাষ্ট্রে আরব বসন্ত *পাকিস্তানে ন্যাটো বিমান বাহিনীর হত্যাকান্ড *পাকিস্তানে মার্কিন সাম্রাজ্যবাদের বেপরোয়া উপস্থিত *পাক-মার্কিন সম্পর্কের বর্তমান অবস্থা *ডারবান পরিবেশ সম্মেলনে আবর পুঁজিবাদরেই জয় হলো *মার্কিন-পাকিস্তান সম্পর্ক লেজেগোবরে অবস্থা *পাকিস্তানে জনগণের মধ্যে পরিবর্তনের তাগিদ *মার্কিন যুক্তরাষ্ট্রে ‘পুঁজিবাদ খতম করো’ আন্দোলন *সাম্রাজ্যবাদের ধ্বংসের মুখে সমাজতন্ত্রে পদধ্বনি
বদরুদ্দীন উমর
Title :
সাম্রাজ্যবাদের ধ্বংসের মুখে সমাজতন্ত্রের পদধ্বনি