সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও গণতন্ত্রের সংকট বাংলাদেশে গত দুই দশক ধরে জঙ্গিবাদ ভয়াবহ অপশক্তি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে সাম্প্রদায়িকতা সমাজের। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। ফলে উন্নয়নশীল। দেশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব নিয়ে যিনি দীর্ঘদির থেকে লেখালেখি করে আসছেন তিনি ড. মমতাজউদ্দীন পাটোয়ারীঅধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ ও কলাম লেখক হিসেবে ইতিমধ্যেই দেশব্যাপী সুনাম অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গণতন্ত্রের সঙ্কট নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তার কিছু। লেখা নিয়ে এই সংকলনটি পাঠকদের কাছে। উপস্থাপন করা হলাে।