ফ্ল্যাপের কিছু কথাঃ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন একটি ব্যাপক বিশ্লেষণী বিষয়। অর্থনীতির বিভিন্ন ঘটনা বা ধারণাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করাই সামষ্টিক অর্থনীতি। দেশের সামগ্রিক অর্থনীতিতে যখনই আমরা জাতীয় আয়, জাতীয় উৎপাদন ও সামষ্টিক অর্থনীতির অন্যান্য অনুষঙ্গের উন্নতি ঘটাবার বিষয় নিয়ে আলোচনা করব তখনই দেশের ভাগ্যবিড়ম্বিত, দারিদ্যপীড়িত বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়টি সামনে এসে দাঁড়াবে। কেননা সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন সম্মিলিত কর্ম প্রচেষ্টা-যা সমবায়ের মাধ্যমেই সম্ভব। সমবায় হচ্ছে সমমনা লোকদের সমঅধিকার , আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা লাভের সংঘবদ্ধ, সংগ্রামী সংগঠন।সমবায় সমিতি পরিচালিত হয় গণতান্ত্রিকভাবে যার মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হয়। সমবায় পদ্ধতির মাধ্যমেই ক্ষুদ্র ক্ষুদ্র বা স্বল্প পুঁজি একত্র হয়ে বৃহৎ মূলধন গঠনপূর্বক বিনোয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
বর্তমান সময়ে দেশের সাধারণ বেকার যুবগোষ্ঠী বা আধুনিক প্রজন্মের তরুণ সমাজ সমবায়কে অবলম্বন করে তাঁদের ভাগ্যোন্নয়নের নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সব তরুণ ্সমাজের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি আমাদের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখবে এবং সমাবয় আন্দোলনকে আরও গতিশীল করবে মর্মে দেশের বরেণ্য ব্যক্তিগণ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবন্ধকারে অভিমত ব্যক্ত করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধসমূহ এ গ্রন্থে মুদ্রিত হয়েছে। বর্তমান সময়ের সমবায় সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞজনদের মতামত ও বিশ্লেষণ এ গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য । সংকলক ও সম্পাদক সমীর কুমার বিশ্বাসের বিশ্লেষণী ও মূল্যায়নধর্মী দৃষ্টিভঙ্গির কারণে যথাপযুক্ত প্রবন্ধের সমাবেশ ঘটেছে এই গ্রন্থে। কেবল সমবায় নয়, অর্থনীতি ও সমাজ সম্পর্কে যাঁরা ধারণা অর্জন করতে চান, এই গ্রন্থ তাঁদের প্রয়োজন মেটাবে। ড. তপন বাগচী উপপরিচালক, বাংলা একাডেমী, ঢাকা
সমীর কুমার বিশ্বাস
Title :
সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে আধুনিক প্রজন্মের সমবায়