১৯৪৯ সালের আগস্ট মাসে একদল ইজরায়েলি সৈন্য তাদের ভূখণ্ড বিস্তার করতে করতে মিশরের সীমানার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মরুভূমির হলুদ বালুময় পাহাড়ে সেখানে তাদের হাতে ধরা পড়ে একটা আরব বেদুইন মেয়ে, যাকে ধরে নিয়ে সেই সৈন্যদল প্রথমে ধর্ষণ করে, আর তারপর করে হত্যা। অনেক বছর পরে একজন ফিলিস্তিনি নারী একটা আর্টিকেলে চোখ বুলাতে বুলাতে এই ঘটনাটার মুখোমুখি হয়। সে খেয়াল করে ঘটনাটা তার জন্মের দিন থেকে ঠিক পঁচিশ বছর আগে ঘটেছিল। সেই বেদুইন আরব মেয়েটার সঙ্গে নিজেকে সে কোনোভাবে সংযুক্ত মনে করতে থাকে এবং সেটা থেকেই সে বেরিয়ে পড়ে, ফিলিস্তিনে ইজরায়েলি বসতি স্থাপনের ইতিহাস এবং আর্কাইভের খোঁজে।
আদানিয়া শিবলি
আদানিয়া শিবলির জন্ম ১৯৭৪ সালে, ফিলিস্তিনে। তিনি একজন লেখক ও প্রবন্ধকার। তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে 'সামান্য একটু ডিটেইল', 'স্পর্শ', 'আমরা সবাই সমানভাবে ভালোবাসা থেকে দূরে', 'দেওয়ালের দিকে নজর রাখ', 'ফিলিস্তিনি ল্যান্ডস্কেপ' ইত্যাদি। তাঁর লেখা 'সামান্য একটু ডিটেইল' বহুল আলোচিত ও পুরস্কৃত একটি উপন্যাস।
আদানিয়া শিবলি
১৯৭৪ সালে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তার প্রথম দুটো উপন্যাস ‘টাচ’ (ইংরেজি অনুবাদ : পওলা হায়দার, ২০১০) এবং ‘উই আর অল ইক্যুয়ালি ফার ফ্রম লাভ’ (ইংরেজি অনুবাদ: পল স্টারকি), ক্লকরুট বুক্স ২০১২ থেকে ইংরেজিতে প্রকাশিত হয়। তিনি ২০০২ এবং ২০০৪ সালে এ.এম কাত্তান ফাউন্ডেশনের ‘ইয়ং রাইটার্স অ্যাওয়ার্ড অর্জন করেন।