একজন সালাত আদায়কারী হিসেবে কতটুকু সময় আপনি সালাতের জন্য ব্যয় করেন? যদি আপনার সালাত একটু দীর্ঘ হয় কিংবা আপনি সালাতের জন্য কিছুটা সময় বেশি ব্যয় করেন, তারপরও তো তা হয়তো পনেরো মিনিটের চেয়ে বেশি হবে না। আপনি কি পুরো দিনের মধ্যে এই কয়েক মিনিট সময়কে যথেষ্ট মনে করেন এক সালাত হতে আরেক সালাতের সময় পর্যন্ত? অথচ, সারা দিনে আপনি রবের অসংখ্য নিয়ামত ভোগ করেন; আর এত লম্বা ও দীর্ঘ সময়কে আড্ডা ও গল্পগুজবে অযথা নষ্ট করেন।