সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি, নিজের অপরাধ, উম্মাতে মুসলিমার অপরাধ ও বিশেষত মুহতারাম উলামায়ে কেরামের ত্রুটি-বিচ্যুতির জন্য। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র দরবারে করজোর নিবেদন, তিনি যেন আমাদের সকল অপরাধ মার্জনা করে ইসলামের সোনালী অতীতে ফিরে যাওয়ার সকল উপকরণ ও উপলক্ষ্য তৈরি করে দেন।
বিশ্বখ্যাত দীনি ও ইলমি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফি. রচিত অনবদ্য গ্রন্থ; ‘উসুলুল ইফতা ওয়া আদাবুহু’-এর নির্বাচিত অংশ বাছায় ও অনুবাদ শেষে মুসলিম উম্মাহর সে সকল পাঠকের সামনে উপস্থাপন করছি, যারা শাখাগত বিষয়ে উলামায়ে কেরামে মতানৈক্য দেখে বিচলিত হন এবং স্বার্থান্বেষী জ্ঞানপাপী মহলের বাগাড়ম্বর ফাতাওয়ায় বিভ্রান্ত হয়েছন।
গ্রন্থটিতে কেবল সেসব অধ্যায় সন্নিবেশিত করার প্রয়াস পেয়েছি, যেগুলো দীন পালনে আগ্রহী পাঠকের আন্তরিক অস্থিরতা দূরীকরণ, উদাসীন উলামায়ে কেরামের ফাতওয়া প্রদানে অগ্রগামীতা ও শাখাগত বিষয়ে বাড়াবাড়ির প্রবণতা দমনে সময়ের দাবি পূরণ করবে।
মহান প্রতিপালকের দরবারে আশারাখি সর্বশ্রেণির পাঠকের জন্য মনযোগ সহকারে গ্রন্থটির অধ্যয়ন বর্তমান সময়ের অস্থিরতা দূরীকরণে ব্যাপক ও প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে।
বান্দার অপূর্ণ যোগ্যতা কেবল চেষ্টাই করতে পারে, সফলতা আনতে পারে না। সকল প্রচেষ্টায় সফলতা দানের মালিক তো তিনিই। সকল প্রশংসা আল্লাহর, যিনি অধম বান্দাকে অন্তত প্রচেষ্টার তাওফিক দান করেছেন। সফলতা ও কবুলিয়াতও তারই কাছে কামনা করি।