ফ্ল্যাপের কিছু কথাঃ ইনফো: দীর্ঘ বিরতির পর কবি হোসাইন কবির-এর তৃতীয় কাব্যগ্রন্থ 'সাঁকোর নিচে শান্তজল' প্রকাশিত হলো। বাচনের তীক্ষ্ণতায়, শব্দচিত্র ও চিত্রকল্পের সৌকর্যে এ কবি বরাবরের মতই - স্বতন্ত্র কণ্ঠস্বর। তিনি জীবনের গভীরতম বোধকে টুকরো টুকরো স্মৃতির তর্পণে বিধৃত করেন এবং শব্দবিন্যাসের সাবলীলতায় নির্মাণ করেন চেতনাস্পর্শী এক কাব্যঘোরের, যেখানে পাঠককে অপেক্ষা করতে হয় কবিতার শেষ পঙক্তি অব্দি।