শেষ পেজে লেখা টেক্সট এইচ থ্রি'র কবল থেকে মুক্তি পেয়েছে আহমদ মুসা। এই মুক্তিটাই আবার সংকট হয়ে দাঁড়িয়েছে আমেরিকান সরকার ও আহমদ মুসার জন্য। আহমদ মুসা সব গোপন তথ্য আমেরিকান সরকারকে জানিয়ে দিলে আমেরিকা অ্যাকশনে আসবে এই ভয়ে এইচ থ্রী সন্ত্রাসীরা আমেরিকার উপর ভয়ঙ্কর গোপন অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়। এই মহাবিপজ্জনক মুহুর্তে শুধুমাত্র আমেরিকাকে বাঁচাতে পারে আবার আহমদ মুসাকে নিখোঁজ হয়ে যেতে হলো। .... আমেরিকার উপর এ যেন 'মরার উপর খাড়ার ঘা'। চুপসে গেছে আমেরিকান সরকার। এল আমেরিকার উপর তিন দিনের আল্টিমেটাম- তিন দিনের মধ্যে শর্ত মেনে না নিলে গোপন অস্ত্র প্রয়োগ করবে সন্ত্রাসীরা। শর্ত মেনে নিলে আমেরিকা আবার আমেরিকা থাকে না। অন্যদিকে এই ভয়ঙ্কর গোপন অস্ত্র মোকাবিলা করার ক্ষমতা নেই আমেরিকার। সন্ত্রাসীদের অস্ত্র ধ্বংস করাই এখন একমাত্র পথ, কিন্তু সময় কোথায়? পথে নামল আহমদ মুসা। কিন্তু কোথায় ওদের অস্ত্র? শুরু হল আহমদ মুসার জীবনের সবচেয়ে বিপজ্জনক, ঝুকিপূর্ণ ও ভয়ঙ্কর অভিযান। তিল তিল করে অগ্রসর হতে লাগল সে। আল্টিমেটামের মাত্র কয়েক ঘন্টা বাকি, জীবন- মৃত্যুকে মহান আল্লাহর হাতে সপে দিয়ে একাই সামনে এগিয়ে চলেছে আহমদ মুসা। আমেরিকার উপর মহলে তখন চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা! কি করছে আহমদ মুসা? ..... আহমদ মুসা পারবে কি ওদের গোপন অস্ত্র ধ্বংস করতে? পারবে কি আমেরিকাকে বাঁচাতে? এসব প্রশ্নের জবাবসহ শ্বাসরুদ্ধকর এক কাহিনী নিয়ে হাজির হলো ডেথ ভ্যালি।
আবুল আসাদ
আবুল আসাদ রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন ১৯৪২ সালে। পিতা এ,কে, ছামছামুল হক ভারতের বেনারসের বিখ্যাত মাদ্রাসা থেকে। শিক্ষা লাভকালী একজন স্বনামধন্য আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম, এ পাশ করেন। ছাত্র জীবন থেকে তাঁর লেখক ও সাংবাদিকতা জীবনের | শুরু তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ছাত্র জীবনে কলেজ ম্যাগাজিনসহ পত্র-পত্রিকায় লিখিত তার রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধাদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যােগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুপরিচিত একজন প্রাবন্ধিক ও কলামিস্ট। এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ ‘কাল পঁচিশের আগে ও পরে এবং একশ’ বছরের রাজনীতি, ঐতিহাসিক ঘটনার চিত্র ধর্মী গল্প ‘আমরা সেই সে জাতি" (তিন খণ্ড) এবং প্রবন্ধ সংকলন একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানাে সাহিত্যকর্ম হলাে সাইমুম সিরিজ'। রহস্য, রােমাঞ্চ, ইতিহাস ও নৈতিকতার সমন্বয়ে গড়া এ এক অনন্য রহস্য সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৪২টি বই প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে সংগ্রামের সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও তাঁর বহুমুখী সাহিত্যকর্ম অব্যাহত রেখেছেন।