বিশেষ শ্রেণীর প্রতিভাধর কিছু মানুষ প্রতিনিয়ত নিখোঁজ হচ্ছে দুনিয়া খেকে!.... দুনিয়া থেকে একদম হাওয়া হয়ে যাচ্ছে তারা!.... এ নিয়ে হৈচৈ হচ্ছে, কিন্তু কোন প্রতিকার নেই...। নিখোঁজরা সবাই মুসলিম বলেই কি?..... এগিয়ে এসেছে আহমদ মুসা, কিন্তু তার চারদিকে শুধুই অন্ধকার? “ব্ল্যাক সান সিন্ডিকেট”- এই নামটাই সে শুধু পেয়েছে। কিন্তু ওরা যেন অশরীরী.. গোটা দুনিয়ায় ওদের হাত, ওদের উপস্থিতি। কিন্তু ধরা ছোয়ার বাহরে তারা। সায়েন্স ফিকশনের আন্ত:গ্যালাকটিক সাম্রাজ্যের ত্রাস মহাশক্তিধর “ব্ল্যাক সান সিন্ডিকেট”- এর মতই কি এরা মহাশক্তিশালী? এই জন্যেই কি তারা বেছে নিয়েছে সায়েন্স ফিকশনের এই বিখ্যাত নাম? কোথায় নিয়ে যাচ্ছে তারা প্রতিভাধর সবগুলো পলিটিশিয়ান ও সমাজনেতাদের?... কেন?.... কোন প্রশ্নেরই জবাব পাচ্ছে না আহমদ মুসা। অবশেষে সে জানতে পারল কোন এক “অ্যাটল দ্বীপ?” তাদের ঠিকানা। পৃথিবীর কোন্ প্রান্তে কোথায় সে দ্বীপ? তারই সন্ধানে আহমদ মুসার নতুন যাত্রা.. পাবে কি সে দ্বীপটির সন্ধান? সন্ধান পেলেও পৌঁছতে পারবে কি সেখানে? এসব প্রশ্নের জবাব নিয়ে আসছে সংঘাত, সংঘর্ষ রোমাঞ্চ ও সহস্যে ভরা নতুন এক কাহিনী, “একটি দ্বীপের সন্ধানে”
আবুল আসাদ
আবুল আসাদ রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন ১৯৪২ সালে। পিতা এ,কে, ছামছামুল হক ভারতের বেনারসের বিখ্যাত মাদ্রাসা থেকে। শিক্ষা লাভকালী একজন স্বনামধন্য আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম, এ পাশ করেন। ছাত্র জীবন থেকে তাঁর লেখক ও সাংবাদিকতা জীবনের | শুরু তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ছাত্র জীবনে কলেজ ম্যাগাজিনসহ পত্র-পত্রিকায় লিখিত তার রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধাদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যােগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুপরিচিত একজন প্রাবন্ধিক ও কলামিস্ট। এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ ‘কাল পঁচিশের আগে ও পরে এবং একশ’ বছরের রাজনীতি, ঐতিহাসিক ঘটনার চিত্র ধর্মী গল্প ‘আমরা সেই সে জাতি" (তিন খণ্ড) এবং প্রবন্ধ সংকলন একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানাে সাহিত্যকর্ম হলাে সাইমুম সিরিজ'। রহস্য, রােমাঞ্চ, ইতিহাস ও নৈতিকতার সমন্বয়ে গড়া এ এক অনন্য রহস্য সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৪২টি বই প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে সংগ্রামের সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও তাঁর বহুমুখী সাহিত্যকর্ম অব্যাহত রেখেছেন।