বরফ মোড়া পামির উজবেকিস্তান, তাজিকিস্তানের পাথুরে মালভূমি, আগুন ঝরা মরুমাঠ আর আমুদরিয়া শির দরিয়ার স্বচ্ছ নীল পানি সবটা জুড়ে প্রচন্ড একটা ঝড়----- ফ্র-এর অশুর শক্তির সাথে সাইমুমের বিশ্বাস-শক্তির এক রক্তক্ষয়ীসংঘাত। এ সংঘাতের পরিণতি কি? আয়েশা আলিয়েভা কি হারিয়েই গেল? তাসখন্দে রোকাইয়েভা, মস্কোতে ফাতিমা ফারহানা কি করছে?----- আহমদ মুসা, হাসান তারিকরা এক অসম্ভব মিশনে হাত দিয়েছ। এ মিশন কি সফল হবে? মানুষ যেখানে আবার হাসবে? বুক ভরে নিতে পারবে স্বস্তির নিশ্বাস? এসব প্রশ্নের জবাব নিয়ে আসছে সাইমুম সিরিজের। পরবর্তী বই “রক্তাক্ত পামির” দ্বন্দ্ব, সংঘর্ষ, রহস্য,রোমাঞ্চে ভরা আপরূপ এক কাহিনী
আবুল আসাদ
আবুল আসাদ রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন ১৯৪২ সালে। পিতা এ,কে, ছামছামুল হক ভারতের বেনারসের বিখ্যাত মাদ্রাসা থেকে। শিক্ষা লাভকালী একজন স্বনামধন্য আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম, এ পাশ করেন। ছাত্র জীবন থেকে তাঁর লেখক ও সাংবাদিকতা জীবনের | শুরু তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ছাত্র জীবনে কলেজ ম্যাগাজিনসহ পত্র-পত্রিকায় লিখিত তার রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধাদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যােগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুপরিচিত একজন প্রাবন্ধিক ও কলামিস্ট। এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ ‘কাল পঁচিশের আগে ও পরে এবং একশ’ বছরের রাজনীতি, ঐতিহাসিক ঘটনার চিত্র ধর্মী গল্প ‘আমরা সেই সে জাতি" (তিন খণ্ড) এবং প্রবন্ধ সংকলন একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানাে সাহিত্যকর্ম হলাে সাইমুম সিরিজ'। রহস্য, রােমাঞ্চ, ইতিহাস ও নৈতিকতার সমন্বয়ে গড়া এ এক অনন্য রহস্য সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৪২টি বই প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে সংগ্রামের সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও তাঁর বহুমুখী সাহিত্যকর্ম অব্যাহত রেখেছেন।